নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে ৫০% ছাড়ে ভর্তি চলছে !
(এ সুযোগ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং পর্যন্ত)

Career Builder Logo

-: প্রধান কার্যাবলী :-

“ক্যারিয়ার বিল্ডার”-এ মূলত ৩টি প্রধান ভিন্ন কার্যাবলী চলমান আছে। আপনার জন্য প্রযোজ্য হয়, এমন একটি কার্যক্রম নির্বাচন করুন। ✓ চিহ্ন অর্থ প্রযোজ্য হবে এবং ✕ চিহ্ন অর্থ প্রযোজ্য হবে না। বিস্তারিত জানতে আমাদের সহযোগিতা নিন।

শুধু মাত্র প্রশিক্ষণ
-: ৩ মাস: -
(শুধু মাত্র প্রশিক্ষণ থেকে উপার্জনের সুযোগ নেই )

প্রশিক্ষণ + ইন্টার্নশীপ
-: ৩ + ৩ = ৬ মাস :-
(ইন্টারশিপ থেকে ২৪০০০ টাকা উপার্জনের সুযোগ)

প্রশিক্ষণ + ইন্টার্নশীপ + কর্মসংস্থান
-: ৩ + ৩ + ৬ = ১২ মাস :-
(ইন্টারশিপ + চাকুরী থেকে ৯৬০০০ টাকা উপার্জনের সুযোগ)

আইটি পেশায় দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, যারা ফ্রীল্যানসিং পেশায় আসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ৩-৬ মাসের কোর্স ভর্তি হয়েছে, তাদের অধিকাংশই (বলা যায় প্রায় ৯০% শিক্ষার্থী) নির্দিষ্ট সময়ের মধ্যে সফলতার মুখ দেখেনি। অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায়, যেখানে ৬ মাসের মধ্যে যে কোনো বিষয়ে দক্ষতা করে কাজ শুরু করার কথা, সেখানে বছরের পর বছর লেগে যাচ্ছে, ১টি কোর্স ভালোভাবে শেষ না করেই একাধিক কোর্স ভর্তি হয়ে শেষে কোন বিষয়েই দক্ষতা অর্জন করতে পারে না। ফলে, হতাশাগ্রস্ত হতে হয়।

“ক্যারিয়ার বিল্ডার”-এ ক্যারিয়ার-এর সফলতার নিশ্চয়তা কতটুকু?
আমাদের এখানে ৩টি প্রধান কার্যক্রম চলমান। যথাঃ

হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমঃ সফলতার হার ২৫% – ৩৫%
হাতে-কলমে প্রশিক্ষণ প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবে, তাদের মধ্যে প্রায় ২৫% – ৩৫% শিক্ষার্থী আমাদের কোর্স (কোর্স অনুযায়ী ৩-৬ মাস) করে এবং কোর্স পরবর্তী নির্দেশনা মেনে ক্যারিয়ার গড়তে সফল হবে বলে আমরা আশা করি।


পেইড ইন্টার্নশীপ কার্যক্রমঃ সফলতার হার ৫০% – ৬০%
হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি যারা আমাদের পেইড ইন্টারশিপ (কোর্স অনুযায়ী ৬-১২ মাস) যথা নিময়মে সম্পন্ন করবে তাদের মধ্যে ৫০% – ৬০% শিক্ষার্থী, ইন্টার্নশীপ পরবর্তী নির্দেশনা মেনে ক্যারিয়ার গড়তে সফল হবে বলে আমরা আশা করি।


ফুল-টাইম জব কার্যক্রমঃ সফলতার হার ৮০% – ৯০%
হাতে-কলমে প্রশিক্ষণ এবং পেইড ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করে যে সকল শিক্ষার্থী আমাদের ফুল-টাইম জব (কোর্স অনুযায়ী ৬-১৮ মাস) যথা নিয়মে সম্পন্ন করবে, তাদের মধ্যে প্রায় ৮০% – ৯০% শিক্ষার্থীই ফুল-টাইম জব পরবর্তী নির্দেশনা মেনে ক্যারিয়ার গড়তে সফল হবে বলে আমরা আশা করি।


“ক্যারিয়ার বিল্ডার” শুধুমাত্র জ্ঞান বিতরণ করে না। একজন শিক্ষার্থীর ক্যারিয়ার নির্মাণে সফল হতে ।