ফ্রিল্যাংসিং কোর্সে ৫০% ছাড়ে ভর্তি মেলা চলছে।

প্রশ্ন-উত্তরঃ

সাধারণ প্রশ্ন ও উত্তর দেয়া আছে। এখানে আপনার জন্য যদি কোনো প্রশ্ন-উত্তর না থাকে, অনুগ্রহ করে জানাবেন।

"ক্যারিয়ার বিল্ডার"-এ কি যে কোন সময় ভর্তির সুযোগ আছে?

বছরে ৪টি সেশন হয়, যথাঃ (১) জানুয়ারী (২) এপ্রিল (৩) জুলাই (৪) অক্টোবর। যে কোনো সেশনের ক্লাস শুরু হওয়ার নূন্যতম ১৫ দিন পূর্বে আসন খালি থাকা স্বাপেক্ষে (আসন সংখ্যা নির্দিষ্ঠ) কোর্স ফী প্রদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করা যাবে। আসন খালি না থাকলে পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করতে হবে।

আমি SSC / HSC শিক্ষার্থী, আমি কি ভর্তি হতে পারবো?

আমরা আন্তরিকভাবে জানাচ্ছি, যাদের SSC / HSC-তে শিক্ষা কার্যক্রম চলমান, অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি চলছে, এই অবস্থায় "ক্যারিয়ার বিল্ডার"-এর বর্তমান কোনো প্রোগ্রামে তাদের ভর্তির কোনো সুযোগ নেই। "ক্যারিয়ার বিল্ডার"-এ ভর্তির মূল লক্ষ্য শিক্ষার্থীর ক্যারিয়ার। ক্যারিয়ার এর মূল শর্তই হলো সঠিক নিয়মে লেখা-পড়া। সেক্ষত্রে মৌলিক শিক্ষায় কম গুরুত্ব দেয়ার কোন সুযোগ নেই।

কোর্সে ভর্তি হলেই কি পেইড ইন্টার্নশীপ করার সুযোগ আছে?

হ্যাঁ, তবে যে কোনো কোর্সে ভর্তির সময় অথবা ৪টি ক্লাস সম্পন্ন করার পূর্বেই ইন্টার্নশীপ-এর নিবন্ধনটি সম্পন্ন করে নিতে হবে। তাহলে নির্দিষ্ট কোর্স শেষে পরবর্তী ৩ মাস পেইড ইন্টারশীপ-এ অংশগ্রহণ করা যাবে।

কোর্সে ভর্তি হলেই কি ফুল-টাইম জব করা যাবে?

হ্যা, তবে ভর্তির সময় অবস্যই ৩ মাসের ইন্টার্নশীপ এবং ৬ মাসের ফুল-টাইম জবের জন্য আবেদন করে নিতে হবে। আর যারা অন্য প্রতিষ্ঠান থেকে কোর্স কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বহিরাগতদের ইন্টার্নশীপ নীতিমালা মেনে ইন্টার্নশীপ-এ ভর্তির সময় ফুল-টাইম জবের আবেদন করতে হবে।

কোর্স ফী কি ফেরৎ নেয়ার সুযোগ আছে?

হ্যাঁ। আপনি যে সেশনের কোর্সের জন্য ভর্তি হয়েছেন, সেই সেশনের ক্লাস শুরু হওয়ার নূন্যতম ১৫ দিন পূর্বে আপনার মানি রিসিপ্ট ফেরত এবং ভর্তি ফর্ম বাবদ ৫০০ টাকা কর্তন স্বাপেক্ষে আপনার কোর্স ফী ফেরত নিতে পারবেন।

অন্যপ্রতিষ্ঠান থেকে কোর্স করে কি পেইড ইন্টার্নশীপ-এর সুযোগ পাব?

হ্যাঁ, তবে সেক্ষত্রে আসন খালি থাকা এবং বহিরাগতদের জন্য ইন্টার্নশীপ প্রোগ্রামের নির্ধারিত নীতিমালা অনুসরণ স্বাপেক্ষে ৩ মাসের পেইড ইন্টারশীপ-এর সুযোগ আছে।

Do I need to renew my license?

Marks and devious Semikoli but the Little Blind Text didn’t listen. She packed her seven versalia, put her initial into the belt and made herself on the way.