বছরে ৪টি সেশন হয়, যথাঃ (১) জানুয়ারী (২) এপ্রিল (৩) জুলাই (৪) অক্টোবর। যে কোনো সেশনের ক্লাস শুরু হওয়ার নূন্যতম ১৫ দিন পূর্বে আসন খালি থাকা স্বাপেক্ষে (আসন সংখ্যা নির্দিষ্ঠ) কোর্স ফী প্রদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করা যাবে। আসন খালি না থাকলে পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করতে হবে।
আমরা আন্তরিকভাবে জানাচ্ছি, যাদের SSC / HSC-তে শিক্ষা কার্যক্রম চলমান, অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি চলছে, এই অবস্থায় "ক্যারিয়ার বিল্ডার"-এর বর্তমান কোনো প্রোগ্রামে তাদের ভর্তির কোনো সুযোগ নেই। "ক্যারিয়ার বিল্ডার"-এ ভর্তির মূল লক্ষ্য শিক্ষার্থীর ক্যারিয়ার। ক্যারিয়ার এর মূল শর্তই হলো সঠিক নিয়মে লেখা-পড়া। সেক্ষত্রে মৌলিক শিক্ষায় কম গুরুত্ব দেয়ার কোন সুযোগ নেই।
হ্যাঁ, তবে যে কোনো কোর্সে ভর্তির সময় অথবা ৪টি ক্লাস সম্পন্ন করার পূর্বেই ইন্টার্নশীপ-এর নিবন্ধনটি সম্পন্ন করে নিতে হবে। তাহলে নির্দিষ্ট কোর্স শেষে পরবর্তী ৩ মাস পেইড ইন্টারশীপ-এ অংশগ্রহণ করা যাবে।
হ্যা, তবে ভর্তির সময় অবস্যই ৩ মাসের ইন্টার্নশীপ এবং ৬ মাসের ফুল-টাইম জবের জন্য আবেদন করে নিতে হবে। আর যারা অন্য প্রতিষ্ঠান থেকে কোর্স কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বহিরাগতদের ইন্টার্নশীপ নীতিমালা মেনে ইন্টার্নশীপ-এ ভর্তির সময় ফুল-টাইম জবের আবেদন করতে হবে।